রামেক ল্যাবে আজ ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে আজ বুধবার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে পাবনার ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন ও রাজশাহীর ২জন। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৭ জন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদন পাওয়া গেলে এ সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

রামেক ল্যাবে আজ বুধবার করোনা শনাক্ত হওয়া ১৭ জন হলেন-

রাজশাহী নগরীর রফিকুল ইসলাম (৫৩) ও ডাক্তার শামীম আক্তার (৪০)। শামীম আক্তার গতকালকেও পজিটিভ ছিলেন। আজকের প্রতিবেদনেও তিনি পজিটিভ ধরা পড়েন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ইসাহাক আলী (২৭) ও মাসুদ করিম (৫০),

পাবনা সদরের মুক্তার আলী (৫৮), তাসলিমা (৬০), সজল (৩০), জীবন (৫২), মীর মাসুদ (৫০), ইতির ইসলাম (২৮), সোহেল (৩৮), মোমিন (৩৫), হাসানাত (৩৭), আবুল কালাম (৩৫), মমতাজ (৫০) ও মানিক।