৯ অক্টোবরেই আসছে পিক্সেল ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত কয়েক সপ্তাহ ধরে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল নিয়ে একেরপর এক তথ্য ফাঁস হচ্ছে। কিন্তু গুগল আনুষ্ঠানিক কোন তথ্য জানায়নি।

এবার শুধু ফোনটিকে ফোকাস করেই গুগল তাদের একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। ‘মেইড বাই গুগল’ নামের ওই ইভেন্টটি ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ইভেন্টের তথ্য থেকে জানা যাচ্ছে, এটি নিউ ইয়র্কে হবে সেদিন বেলা ১১ টা থেকে।

ইভেন্টিটির জন্য তৈরি কার্ডে সিম্বলিক হিসেবে ৩, নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বলে এনওয়াই লেখা রয়েছে।

আগের কিছু ফাঁস হওয়া ছবি তথ্য থেকে জানা যাচ্ছে, ডিভাইসটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম।মডেলটিতে থাকছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ।

ছবিতে দেখা গেছে, ফোনে আছে বেজেলহীন লম্বাটে ডিসপ্লে, সামনেও থাকবে লম্বা নচ। ফ্রন্টে থাকবে ডুয়েল ক্যামেরা ও স্পিকার।

ফোনের পেছন দিকটা দেখতে অনেকটা পিক্সেল ২ এর মতো। তবে মোটালের বদলে থাকছে গ্লাস। সঙ্গে থাকছে রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

তবে ছবিতে ফোনটির নমুনা সংস্করণই শুধু দেখা যাচ্ছে। সর্বশেষ ডিজাইনটি কেমন হবে তা জানতে হলে এখন অপেক্ষা করতে হবে ৯ অক্টোবর পর্যন্ত।

টেকক্র্যাঞ্চ অবলম্বনে