নকিয়ার ৯ ফ্ল্যাগশিপে পাঁচ ক্যামেরা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নকিয়া ৯ ফ্ল্যাগশিপের পিছনে পাঁচটি রেয়ার ক্যামেরা থাকছে।

একটা ফাঁস হওয়া ছবিতে এমনটাই দেখা যাচ্ছে। তবে ক্যামেরাগুলো কত মেগাপিক্সেলের তার কোন কিছু সম্পর্কে জানা যায়নি।

ছবিটি সত্য কিনা সেটা নিয়ে সন্দিহান দূর করার জন্য এক্সডিএ বলেছে, অনলাইনে সবসময় এমন ছবি ঘুরে বেড়ায়। কিন্তু কোনটা প্রকৃতই ওই ডিভাইসের ছবি সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

বিশেষ করে উইবো এবং চীনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও ব্লগে এমন খবর, ছবি সবসময় ‘ফাঁস’ হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু তার একেবারে সিংহ ভাগই সত্য হয়।

এক্সডিএ বলছে, আমরা এমন একটা মাধ্যম থেকে ছবিটি পেয়েছি যা খুবই বিশ্বাসযোগ্য।

নকিয়ার ছবি ফাঁস করায় এর আগেই এক্সডিএর জ্যেষ্ঠ সদস্য হিকারি কালিক্সহাত পাকিয়েছেন। তার ফাঁস করা বেশিরভাগ ছবিই পরে মিল পাওয়া গেছে ডিভাইসের সঙ্গে।

তবে ছবিটি প্রথম পাওয়া যায় আইটি হোমস ফোরামের পেইজে। আইটি হোমস নিজেরা ধারণা করছে এটি নকিয়া ১০ নামে বাজারে আসতে পারে।

নকিয়া পাওয়ার ইউজার নামের একটি গ্রুপ দাবি করছে তাদের কাছে ডিভাইসটির ব্যাক প্যানেলের ছবি আছে। যেখানে পেন্টা মডিউল লেন্সের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এর আগে এইচএমডি গ্লোবালের একমাত্র ফ্ল্যাগশিপ ডিভাইস নকিয়া ৮ এ ব্যভহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্টসহ মডেলটিতে ব্যবহার হতে পারে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।

এক্সডিএ অবলম্বনে