৬০ কেজি চিনি, ২৭০টি ডিমে তৈরি হলো ৬ ফুটের ম্যারাডোনা!

একমাসের বেশি হয়ে গেল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। ২৫ নভেম্বর, হঠাৎ হার্ট অ্যাটাক! তারপর আচমকা শোকে দিশেহারা হয়ে পড়ে ফুটবলবিশ্ব। এই পাগলাটে খ্যাপাটে মানুষটাকে কোটি কোটি ফুটবলপ্রেমী ভালোবাসতেন। যার প্রকাশ এখনো দেখা যাচ্ছে। ম্যারাডোনাকে নিয়ে প্রতিবেশী দেশ ভারতে দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা।

এবার প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানিয়েছে ভারতের তামিলনাডুর একটি বেকারি। এনডিটিভি জানিয়েছে, রামনাথপুরমের ওই বেকারির কর্মীরা ম্যারাডোনার ৬ ফুট উচ্চতার একটি ভাস্কর্য তৈরি করেছে। তবে সেটা ইট-পাথরের নয়, খাদ্যসামগ্রী দিয়ে! ম্যারাডোনার ভাস্কর্যটি আসলে একটি কেক। যা তৈরি করতে লেগেছে ৬০ কেজি চিনি আর ২৭০টি ডিম!

রামনাথপুরমের বেকারির বাইরে রাখা রয়েছে সেই ‘কেকের ম্যারাডোনা’। কিংবদন্তিকে কেকের মাধ্যমে এই শ্রদ্ধার্ঘ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এটি তৈরি করতে সময় লেগেছে ৪ দিন। সতীশরঙ্গনাথন নামের ওই বেকারির এক কর্মী এএনআইকে বলেছেন, ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এমন একটি কাজ করেছেন। ফুটবল যতদিন থাকবে ততদিন থেকে যাবেন ম্যারাডোনা।