৫শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
৫শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন সহ বিভিন্ন দাবীতে নাটোরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় শিক্ষক কর্মচারী-ঐক্যফ্রন্টের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষানীতি ২০১০ যাতে বাস্তবায়িত না হয় এবং শিক্ষাবান্ধব সরকারকে বিতর্কিত করার জন্যে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন সহ ৫শতাংশ ইনক্রিমেন্ট প্রদানের জোর দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনছুর রহমান, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন টিপু সহ অন্যান্যেরা। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার স্কুল কলেজ এর বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ গ্রহণ করেন।

 

স/আ