ভারত থেকে ট্রেনে আসা হনুমান নাটোরে: দেখতে উৎসুক জনতার ভিড়

নাটোর প্রতিনিধি:
ভারত থেকে আসা হনুমান এবার নাটোরের গুরুদাসপুরে বিচরণ করছে। বুধবার রাতে উপজেলার কাছিকাটা এলাকায় প্রথম হনুমানটি দেখা যায়। এরপর সকালে স্থানীয় চাচকৈড় বাজারের একটি গাছে অবস্থান নেয় হনুমানটি।

এসময় স্থানীয় উৎসুক লোকজন হনুমানটি দেখতে ভীড় করছে। হনুমানটি কখনও বাড়ির ছাদে কখনও বা গাছে অবস্থান করছে।

এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা মোহম্মদ আবু আব্দুল্লাহ জানান, হয়তো চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর কোন এলাকা থেকে প্রানীটি গাড়ীতে করে লোকালয়ে চলে এসেছে। বর্তমানে প্রানীটি এলাকায় ঘোরাঘুড়ি করলেও মানুষের কোন ক্ষতি প্রানীটি করবে না। সেকারনে প্রানীটিকে কোন রকম আঘাত না করলে সে নিজের স্থানে পুনরায় চলে যাবে।

সম্প্রতি চাপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে ট্রেনে চেপে রাজশাহীতে তে আসে ১২টি হনুমান। এরপর দলছুট হয়ে বিভিন্ন স্থানে বিচরণ করছে হনুমানগুলো।

 

স/আ