২৫০ বছর পরে জেগে উঠল সুপ্ত আগ্নেয়গিরি, দেখুন ছবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ জাপানের মাউন্ট ইও পাহাড়ে ২৫০ বছরের এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠায় হতবাক বৈজ্ঞানিকেরা৷ এরপরেই আশেপাসের এলাকাসহ জায়গাটিকে নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷

 

জাপানের কিরিশিমা পর্বতে রয়েছে এই আগ্নেয়গিরি৷ জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সি র মতে, ১৭৬৮ সালের পর প্রথম এই ঘটনা ঘটল৷ আগ্নেগিরি জেগে ওঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চতুর্দিক৷

এমনিতেই ভৌগোলিক দিক থেকে যথেষ্ট চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে জাপান৷ একে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বলে মনে করা হয়৷ ছোট্ট এই দেশে বর্তমানে ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে৷

 

 

আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে৷

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মার্চে এই ধরণের একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল, তাও প্রায় সাত বছর পরে৷ কিন্তু ২৫০ বছর পর আগ্নেয়গিরির জেগে ওঠাতে হতচকিত সকলেই৷