২১ জানুয়ারি দেখা মিলবে সুপার ব্লাড মুনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বছরের শুরুতেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। সব দিক ঠিক থাকলে জানুয়ারির ২১ তারিখেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং আফ্রিকা থেকেই দেখা যাবে এই ‘সুপার ব্লাড মুন’।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়েই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এবার চলতি মাস জানুয়ারিতে হওয়ায় কথা রয়েছে। এর পর আবার ২০২১ সালের ২৬ জুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ভারতীয় সময় সকাল ১০টা ১১ নাগাদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। টানা ৩ ঘণ্টা ৩০ মিনিট ধর চলবে পুরো চন্দ্রগ্রহণ। তার মধ্যে ৬২ মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণের সময় চাঁদে একটি লাল আভা দেখা যাবে। পৃথিবী থেকে প্রতিসারিত আলো চাঁদের অন্ধকার জায়গায় গিয়ে পড়ার জন্যই এমনটা হবে বলে ধারণা জ্যোতির্বিজ্ঞানীদের।