২১ আগস্ট গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী পালিত প্যারিসে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভয়াবহ ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী পালিত হয়েছে ফ্র্যান্সের রাজধানী প্যারিসের মাক্সদরমোয়ায়। এ উপলক্ষে গত রবিবার বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফ্রান্স ছাত্রলীগের সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার সভাপতি এম আশরাফুর রাহমান আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খাঁন লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।

বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগ নেতা আকরাম খাঁন, জসীম উদ্দিন ফারুক, আশরাফুল ইসলাম, হাসান সিরাজ, ফ্রান্স ছাত্রলীগ সহসভাপতি বেলাল আহমেদ, মাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার, ফরহাদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার কোনো ক্ষতি করতে পারবে না। বাংলাদেশ ছাত্রলীগ সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের অতন্দ্র প্রহরী হয়ে শেখ হাসিনার পাশে থাকবে। তাঁরা অবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।

সূত্র: কালের কণ্ঠ