আইএইচটিতে চাঁপাই ও টাঙ্গাইল গ্রুপের সংঘর্ষে আহত ১২

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ক্যাপ্টেন নির্বাচন এবং ক্লাসে বসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষে সময় অন্ততো ১২জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর ঝাওতলা সংলগ্ন আইএইচটি প্যারেমেডিক্যালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯জনকে রামেকের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। এরা হলেন, নাঈম (১৮) হোসেন (১৯), রবিউল আলম (১৯), ইয়াসিন (১৮), জামিউল (১৭), আশিকুর রহমান (১৭), রাব্বি (১৭), আলম (১৭) এবং নাহিদ (১৮)।

রাজশাহী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান জানান, বিভিন্ন দাবিতে সারাদেশে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আইএইচটির রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের রানা ও রনি নামের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী চাঁদা তুলছিলেন। চাঁদার টাকা জমা না দেওয়া নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পরে মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনি ও তার সহযোগীরা রানাকে মারপিট করেন। এরপর রানাও তার সমর্থকদের নিয়ে ছাত্রাবাসে গিয়ে রনির সমর্থকদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে শিক্ষার্থী কিংবা আইএইচটি’র পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

রাজশাহী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি প্রভাষক ও সহকারী হোস্টেল সুপার আবু রায়হান জানান, সংঘর্ষের ঘটনাটি এলাকা ভিত্তিক। চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। পরবর্তীতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

স/আ