নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে  লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে প্রায় অর্ধশত কৃষি শ্রমিক নিয়ে একটি নৌকা পলাশির চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়।

 

এ সময় স্থানীয় লোকজন ও জেলে নৌকা গিয়ে অনেককে উদ্ধার করে। কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছে ৬জন।

 

নিখোঁজ ৬জনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নদীর তীরে নিখোজ স্বজনরা ভীড় করছে।

 

নিখোঁজরা হলেন মহরকয়া গ্রামের মোহাম্মদ তালুকদারের পুত্র ভাসান আলী (৩২), কম্বোর পুত্র বেলাল হোসেন (৫০), মসলেম আলীর পুত্র আরজেত আলী(৪৩), চকবাদকয়া গ্রামের লালচাঁদ আলীর পুত্র জামাল উদ্দিন (৪২),রহমান শেখের পুত্র চান্দের আলী (৫৫) , বড়বাদকয়া গ্রামের নাছিম উদ্দিনের পুত্র জামরুল ইসলাম (৪৫) নিখোঁজ রয়েছেন।

 

দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি । তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স/শ