২০ ওয়াট তারহীন চার্জিং আনছে হুয়াওয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অত্যন্ত দ্রুতগতির তারহীন চার্জিং প্রযুক্তি পাবে হুয়াওয়ে মেট ২০।

সম্প্রতি ফাঁস হওয়া একটি তারহীন চার্জারের ছবি থেকে তেমনটাই ধারণা করা হচ্ছে। যদি সেটি সত্যি হয়ে থাকে তাহলে ওয়ানপ্লাস ড্যাশের সমান গতিতে চার্জ হবে মেট ২০, কোনো তার ছাড়াই।

তারহীন চার্জিংয়ের মূল সমস্যা তার গতি। অ্যাপল এখনো পর্যন্ত ৭ দশমিক ৫ ওয়াটেই তারহীন চার্জিং সীমাবদ্ধ রেখেছে, স্যামসাং ব্যবহার করছে ৯ ওয়াট চার্জিং। কিছু চীনা কোম্পানী দাবি করেছে, তাদের ফোন ১৫ ওয়াট তারহীন চার্জিং সমর্থন করে, তবে সেগুলো এখনো বাজারে আসেনি। হুয়াওয়ের চার্জিং প্যাডটি ২০ ওয়াট চার্জিং সমর্থন করে, যা বিশ্বের প্রথম।

বেশ কিছুদিন ধরেই হুয়াওয়ে তাদের নিজস্ব তারহীন চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে, এমনটাই শোনা যাচ্ছিল। এখন দেখবার বিষয় শেষ পর্যন্ত হুয়াওয়ে ২০ ওয়াট তারহীন চার্জিং মেট ২০ ফোনে যুক্ত করে কি না।

অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে