পোকোফোনে ৫ মিনিটে আয় ২০০ কোটি রুপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাত্র ৫ মিনিটে ২০০ কোটি রুপি আয় করছে শাওমি।

এত কম সময়ে এই আয় সম্ভব হয়েছে তুলনামূলক কম দামে ফ্ল্যাগশিপ ফোন পোকো এফ১ এর কল্যাণে ।

বুধবার ভারতের বাজারে ফোনটি বিক্রি শুরু হয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে। মাত্র ৫ মিনিটেই প্রথম লটের সব ইউনিট বিক্রি হয়ে যায়।

ফ্লিপকার্টের ইতিহাসে এটি সবচেয়ে বড় ও দ্রুত ফ্ল্যাগশিপ ফোন বিক্রির রেকর্ড বলে জানান শাওমি ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জেইন।

এক ফেইসবুক পোস্টে তিনি জানান, সবাইকে ধন্যবাদ চমৎকার সাড়া দেয়ার জন্য। আবার সেপ্টেম্বরের ৫ তারিখ পোকো ফোন বিক্রি হবে।

ভারতে মাত্র ২১ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি হওয়া ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।

বড়সড় ৪০০০ এমএএইচ ব্যাটারি, হেডফোন জ্যাক, মাইক্রোএসডি ব্যবহারের সুবিধা, পেছনে ডুয়াল ক্যামেরা এবং সামনে নচযুক্ত ডিসপ্লের মধ্যে ইনফ্রারেড ফেইস স্ক্যানারও বাদ পড়েনি।

ফোনটির একমাত্র দুর্বলতা বলা যেতে পারে প্লাস্টিক বডি। তার পরও বাংলাদেশে অপেক্ষমান ক্রেতার অভাব নেই। সম্ভাব্য মূল্য কত হতে পারে তা জানা যায়নি, তবে ভারতীয় মূল্য অনুযায়ী দেশের বাজারে ফোনটির দাম ২৭ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

সম্ভাবনা আছে অক্টোবরে দেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে  বিক্রি শুরু হবে।