‘২০২৭ সালের মধ্যে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন’

সিল্কসিটি নিউজ ডেস্ক:

‘দেশে এখন ওপর দিয়ে চলছে মেট্রো রেল, মাটির ওপর লাইন দিয়ে চলছে ট্রেন। পাতাল দিয়ে ট্রেন চলাচলের কার্যক্রম শুরু হয়েছে। দেশ তিন স্তর দিয়ে ট্রেন চলাচলের যুগে প্রবেশ করেছে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। আগামী দিনে আবারও ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় বুলেট ট্রেন চালু করা হবে।’

গতকাল শনিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে ১০ জন সংবাদিককে মোট সাত লাখ টাকার চেক প্রদান করা হয়।

সাংবাদিকদের কল্যাণে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে হুইপ বলেন, দিনাজপুরের আইটি ইনকিউবেটর চালু হলে সাংবাদিকরাও উপকৃত হবেন। এ ছাড়া সাংবাদিকদের মৃত্যুর পর তাঁদের পরিবারের সদস্যদের এককালীন আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার প্রমুখ।

সূত্র: কালের কণ্ঠ