শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১৬ বছর পর অস্ট্রেলিয়াকে সিরিজ হারালো শ্রীলঙ্কা

Paris
আগস্ট ৬, ২০১৬ ২:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারীদের তিনদিনেই হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। স্পিন ঘুর্ণীতে ওয়ার্ন-মুরালিধরন ট্রফি লঙ্কানদের।

শনিবার দুই সেশনের মধ্যেই ২২৯ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। তাতে এক ম্যাচ হাতে রেখেই ৩ টেস্টের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে। নিশ্চিত হয়েছে সিরিজ জয়। ১৬ বছর পর অস্ট্রেলিয়াকে সিরিজ হারালো লঙ্কানরা।

প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে শ্রীলঙ্কা। বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথের হ্যাটট্রিক ও অফ স্পিনার দিলরুয়ান পেরেরার ৪ উইকেটে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

৪১৩ রানের অসম্ভব টার্গেটে নেমে দ্বিতীয় দিন তারা শেষ করে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে। আর তৃতীয় দিনে পেরেরার ঘুর্ণীতে ১৮৩ রানে অল আউট তারা। ৭০ রানে ৬ উইকেট পেরেরার। ক্যারিয়ারের সেরা বোলিং।

১১ টেস্টের ক্যারিয়ারে ম্যাচে এই প্রথম ১০ উইকেট পেলেন পেরেরা। ম্যাচের সেরার পুরস্কার তার। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হেরাথের। ম্যাচে ৬ উইকেট প্রথম টেস্ট জেতানো বোলারের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার শেষ টেস্ট সিরিজ জয় রূপকথার মতো হয়ে আছে। সেই ১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৩ ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছিল লঙ্কানরা। সেবার স্টিভ ওয়ার দলকে প্রথম টেস্টে হারায় সনাত জয়াসুরিয়ার শ্রীলঙ্কা।

পরের দুই টেস্ট ড্র হলে সিরিজ জয় পায় লঙ্কানরা। ওই সিরিজের পর টানা ১৬ টেস্ট জেতার বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এখনো টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল অস্ট্রেলিয়া। মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা পরবর্তী যুগে তাদের শূন্যতা এখনো কাটেনি।

তবু লঙ্কানরা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিল। এবার প্রধান নির্বাচক হিসেবে সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন কিংবদন্তি জয়াসুরিয়া। স্টিভেন স্মিথের দলকে মাটিতে নামিয়ে এনেছে অ্যাঞ্জোলো ম্যাথুসের শ্রীলঙ্কা।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা