শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে বিস্ফোরক মন্তব্য ডু প্লেসির

Paris
মে ২৪, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে বিস্ফোরক মন্তব্য ডু প্লেসির
প্রথম ৮ ম্যাচে মাত্র এক জয়ে প্লে অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে গিয়েছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে পরের ৬ ম্যাচের সবকটিতে জিতে প্লে অফে যায় বিরাট কোহলির দল। কিন্তু এলিমিনটর ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে রাজস্থানের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে তারা।

এতে আরো একবার আইপিএল জয়ের স্বপ্ন ভঙ্গ হলো দলটির সমর্থকদের। আগের ১৬ আসরের মধ্যে এক বারও শিরোপা জিততে পারেনি আরসিবি। এলিমিনিটর হেরে দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, আইপিএলের বর্তমান নিয়মে (ইমপ্যাক্ট খেলোয়াড়) কোনো স্কোরই যথেষ্ট নয়।

তিনি বলেন, ‘আপনি যদি এই পিচ এবং কন্ডিশন দেখেন, তবে বলবেন এখানে ১৮০ রান মতো করলে তা ভালো হবে। কারণ পিচ বেশ মন্থর। তার উপর বল শুরুর দিকে স্যুইং করছিল। তবে এবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য দেখছি কোনও স্কোরই যথেষ্ট নয়। তার ওপর শিশির তো রয়েছেই।

গোটা দলকে নিয়ে অবশ্য আমি গর্বিত। একটা সময়ে নয়ে নেমে এসেছিলাম আমরা। তারপর টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়া বড় বিষয় ছিল। তবে ব্যাট হাতে ওই বাড়তি ২০ রান আর করতে পারলাম না।’-আরো যোগ করেন ডু প্লেসি।

 

সর্বশেষ - খেলা