১৬ বছরও হয়নি আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের বিচার

নিজস্ব প্রতিবেদক:
বিচারহীনতায় ১৬ বছর পার হয়ে গেছে। হয়নি আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের বিচার। আলফ্রেড সরেনের হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সাবেব বাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

unnamed copy
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত ছিলেন, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সহ-সাংগঠনিক সম্পাদক ও রাবি শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, কেন্দ্রীয় সদস্য তরুন মুন্ডা প্রমূখ।

সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এনামুল হক, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, হুরেন মুর্মু প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এনামুল হক সংহতি জানিয়ে  আলফ্রেড সরেন হত্যার দীর্ঘ ১৬ বছর অতিবাহিত হলেও বিচার না হওয়ার নিন্দা এবং দ্রুত হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, ২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী পল্লীতে আলফ্রেড সরেনকে হত্যা করে  ভূমিদস্যু হাতেম আলী ও সীতেশ চন্দ্র ভট্টাচার্য ওরফে নিতাই গং এর ভাড়াটে লাঠিয়াল বাহিনী সন্ত্রাসীরা। দীর্ঘ ১৬ বছর পূর্ণ হলেও আলফ্রেড সরেন হত্যার বিচার হয়নি।

স/আ