বেসরকারি কলেজ শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভূক্তিসহ ৮ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ (অনার্স-মাস্টার্স) শিক্ষক পরিষদ।
বুধবার সংগঠনের সভাপতি কাজী মো. ফারুক ও সাধারন সম্পাদক কাজী কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির দাবিতে ২০০৭ সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। যার কারণে দীর্ঘ ২৪ বছর যাবৎ বেসরকারি কলেজে নিয়োজিত শিক্ষকগণ চরম হতাশার মধ্যে জীবন যাপন করছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দীর্ঘ আন্দোলনের পরও কোনো সাড়া না পেয়ে শিক্ষকদের মুক্তির আশায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি নিয়মতান্ত্রিক আন্দোলনও অব্যাহত থাকবে।

 সূত্র : রাইজিংবিডি