১৬-ই ডিসেম্বর

১৬ কোটি মানুষের ১৬ আনা প্রেম
১৬-ই ডিসেম্বর বাঙ্গালির স্বাধীনতার ফ্রেম,
মাতৃভাষা প্রাণে আনে পবিত্র বাণী
ভালোবাসি তোমায় বাংলাদেশ প্রত্যেকে জানি।
যুদ্ধ সে তো এখন রুপকথা
মনে মনে ৭১-এর ছাপ,
যেন লাল-সবুজ রংধনুর আভা পতাকার ভাজে
স্লোগানের সুরে বাড়িয়ে চলা পথিকের ধাপ!
উল্লাসে বিজয়ের টানে হাতে ফুল নিয়ে
শহীদের শ্রদ্ধায় পথচলা নিষ্পাপ খেয়ালে,
খালি পা-এ সাদাকালো স্মৃতির আয়না হৃদয়ে বয়ে
মানচিত্রের স্বাধীন নকশা এঁকে চলেছি সুপ্ত দেয়ালে!