১৫ বছর পর উত্তাপের এল ক্লাসিকো নিরুত্তাপ ড্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজনৈতিক অস্থিরতা, সেকেলে হিসাব-নিকাশ আর ঐতিহ্যের কারণে আগেই বাড়তি উত্তাপ ছড়িয়েছিল এবারের এল ক্লাসিকো। তবে মাঠের খেলায় এর ছিটেফোঁটাও খুঁজে পাওয়া গেল না। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক লড়াই গোলশূন্য ড্র হয়েছে। এ নিয়ে ১৫ বছর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধের নিরুত্তাপ সমাপ্তি ঘটল।

স্প্যানিশ লিগের ম্যাচ খেলতে বুধবার রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অতিথি হয়ে আসে রিয়াল। শুরু থেকেই স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করেন তারা। পথিমধ্যে বেশ কয়েকটি দারুণ সুযোগ পান লস ব্লাঙ্কোরা। তবে লব্ধ সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। একাধিক সুযোগ নষ্ট করেন বেনজেমারা। সুদক্ষ হস্তে তাদের সামলে নেন কাতালান রক্ষণসেনারা।

বিপরীতে বার্সা শিবিরেও একই চিত্র। দলের প্রাণভোমরা লিওনেল মেসি ছিলেন বোতলবন্দি। মাঝেমধ্যে আশা জাগিয়ে নিভে গেছেন দ্রুত। বন্ধু লুইস সুয়ারেজও ছিলেন নিজের ছায়া হয়ে। এ জন্য অবশ্য ক্রেডিট পাবে রিয়ালের জমাট রক্ষণভাগ। কাঁধে কাঁধে মিলিয়ে মেসি-সুয়ারেজদের আক্রমণ ভেস্তে দিয়েছেন রামোসরা।

অবশ্য বলদখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সা। তবে আক্রমণের হিসাব কষলে সামনের সারিতে থাকবে রিয়াল। বার্সার গোলমুখে সব মিলিয়ে ১৭টি শট নিয়েছেন তারা। এর মধ্যে মাত্র ৪টি শট টার্গেটে ছিল। বাকিগুলো ছিল লক্ষ্যভ্রষ্ট।

একই পরিণতি বার্সারও। রিয়ালের বিপদসীমায় ৯ বার বল নিয়ে গেছেন তারা। তবে মাত্র দুবার তাদের জাল বরাবর বল পাঠাতে সক্ষম হয়েছেন ভালভার্দের শিষ্যরা। তাই এদিন জিনেদিন জিদানের ছাত্রদের সমান তারা।

যদিও নিষ্প্রাণ ড্রতে কোনো দলের লোকসান হয়নি। লা লিগার পয়েন্ট টেবিলেও খুব একটা নড়চড় হয়নি। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আছে রিয়াল।