১,৩০০-র বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারত: ইসলামাবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছরে ১,৩০০-এরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারত, শুক্রবার এমনই অভিযোগ উঠল পাকিস্তানের পক্ষ থেকে৷ পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, ২০১৭সালে ১,৩০০-এর বেশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারত, যার ফলে ৫২ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ১৭৫জন৷ ভারতের এই আক্রমণাত্মক মনোভাব আঞ্চলিক শান্তির পরিপন্থী৷ এলওসি-তে শান্তি এবং সাম্যাবস্থা বজায় রাখতে UNMOGIP-এর ওপর জোর দিয়েছেন ফয়জল৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতের বিদেশমন্ত্রীকেই কার্যত কড়া সুরে এলওসি এবং আন্তর্জাতিক সীমাতে যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন বন্ধ করার আবেদন জানান পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ৷ গত মাসেই এই মর্মে একটি চিঠি পান সুষমা স্বরাজ৷

আসিফ তাঁর এই চিঠিতে লেখেন, যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনের প্রত্যুত্তর দেওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ এতে বহু সংখ্যক নির্দোষেরা প্রাণ হারাচ্ছে৷ আসিফ তাঁর চিঠিতে অভিযোগ করেন, ভারতীয় জওয়ানরা গুলি ছুঁড়ে উসকে দেয় প্রথমে, আর তারই জবাব দেয় পাক সেনারা৷ এই চিঠির কোনও প্রত্যুত্তর সুষমা স্বরাজ এখনও দেননি বলেই জানা গিয়েছে, তবে এই অভিযোগও যে মেনে নেওয়া হয়নি সে খবর শোনা যায়৷

প্রসঙ্গত, আন্তর্জাতিক সীমা থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে লাইন অব কন্ট্রোলে চলতি বছরে প্রায় ৭২০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ গত সাত বছরে যা সবথেকে বেশি সংখ্যক বলে জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য থেকে৷ চলতি বছরে অক্টোবর পর্যন্ত পাকিস্তানি সেনারা ৭২৪বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, তুলনামূলক ভাবে ২০১৬সালে সেই সংখ্যা ছিল ৪৪৯৷

পাকিস্তান-ভারত সীমান্ত ৩,৩২৩কিলোমিটার দীর্ঘ৷ যার মধ্যে ২২১কিলোমিটার হল আন্তর্জাতিক সীমানা বা আইবি এবং ৭৪০কিলোমিটার হল জম্মু-কাশ্মীরে লাইন অব কন্ট্রোল৷ ২০১৬সালে, ৪৪৯টি সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গের ঘটনা ঘটে৷ ২০১৪তে সেই সংখ্যা ছিল ৫৮৩টি৷ ২০১৫সালে সেই সংখ্যা দাঁড়ায় ৪০৫-এ৷ ২০১৩সালে ৩৪৭, ২০১২-তে ১১৪টি, ২০১১সালে ৬২ এবং ২০১০সালে ৭০টি৷ তবে গত সাত বছরে সমস্ত রেকর্ড ভেঙে এবার সেই সংখ্যা হয়েছে ৭২৪৷ কলকাতা 24