১২ বছরের মেয়ের আত্মহত্যার ভিডিও সরালো ফেইসবুক

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কেটলিন নিকোল ডেভিস, জর্জিয়ার ১২ বছর বয়সী এক মেয়ে গত ৩০ ডিসেম্বর আত্মহত্যা করে। ভিডিও স্ট্রিমিং অ্যাপ লাইভ ডটমি ব্যবহার করে আত্মহত্যাটি সম্প্রচার করে যায় সে। প্রায় ৪০ মিনিটের এই ভিডিওটি ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

 

ইউটিউব পলিসি ভঙ্গ হওয়ায় ভিডিওটি প্রথমদিকে সরিয়ে ফেলে। তবে এক্ষেত্রে ফেইসবুকের প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে।

 

ভিডিওতে ডেভিস জানায়, সে পরিবারের এক সদস্যের মাধ্যম যৌন নির্যাতনের শিকার হয়েছে। এরপ ডেভিস সাদা লং-স্লিভ ব্লাউজ পরে এবং বাড়ির বাইরে একটি গাছের সাথে দড়ি বাঁধে। ক্যামেরার দিকে তাকিয়ে সে সবার কাছে ক্ষমা চায় এবং দড়িতে ঝুলে পড়ে।

 

ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার পর আইনপ্রয়োগকারী সংস্থা সেটি সরিয়ে ফেলার উদ্যোগ নেয়। প্রায় ২ সপ্তাহ সময় লাগলেও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিও সরাতে সক্ষম হয় তারা।

 

গত জুলাইয়ে ফেইসবুক জানায়, কোনো অনুষ্ঠান বা বিষয়ে ডকুমেন্টেশন, শেয়ারিংয়ের জন্য আদর্শ ও কার্যকরী টুল হলো ভিডিও। ভালো কাজে লাইভ ভিডিও ব্যবহার হলেও অপরাধমূলক কাজেও এটি ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে।

 

 

 

সূত্রঃটেক শহর