হ্যাকের ঝুঁকিতে লাখ লাখ আইফোন ব্যবহারকারী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অসংখ্য আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা হ্যাকের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা গবেষণা একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির দাবি, আইফোন ও আইপ্যাডে থাকা মেইল অ্যাপে এমন একটা ত্রুটি রয়েছে যার মাধ্যমে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীদের সব তথ্য হাতিয়ে নিতে পারবে।

মোবাইল নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জেকঅপস এটি প্রকাশ করেছে। তারা বলছে, ত্রুটিটি এমনভাবে রয়েছে যেখানে হ্যাকরার সংবেদনশীল সব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারবে।

গত মার্চে জেকঅপস প্রথম ওই ত্রুটির বিষয়টি সামনে আনে। তার আগে অ্যাপলও ত্রুটিটির বিষয়ে কিছুই টের পায়নি বলে জানা যায়।

এই ত্রুটিটি কাজে লাগাতে হ্যাকাররা আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের মেইল অ্যাকাউন্টে  আপাতদৃষ্টিতে একটি ফাঁকা এসএমএস পাঠাতো। ইমেলটি খোলার পরে এটি মেইল অ্যাপকে ক্র্যাশ করে ব্যবহারকারীকে রিবুট করতে বাধ্য করত। রিবুট করার সময়, হ্যাকাররা ডিভাইসের তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হয়।

এটি করতে হ্যাকারদের বেগ বেশি পেতে হয় না, কারণ তাদের ম্যালওয়্যার বা অন্য কোনো ফাইল ছড়িয়ে দেবার প্রয়োজন হয় না।

প্রতিষ্ঠানটি বলছে, এটি এখন আইওএসের বর্তমানের সব সংস্করণে রয়েছে।

ইতোমধ্যে হ্যাকাররা অ্যাপটিকে ব্যবহার করে উত্তম আমেরিকায় বড় ধরনের হ্যাকের ঘটনা ঘটিয়েছে। সেখানে অন্তত ৫০০ প্রতিষ্ঠানে তারা হামলা চালিয়েছে। এর বাইরে জাপানেরও বেশকিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্টে হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নিয়েছে।