হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে শিশু পর্নো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিশুপর্নো ছড়াচ্ছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তারা মাধ্যমটিকে কাজে লাগিয়ে এসব পর্নো বিতরণ করছেন বলে অভিযোগের পর বিষয়টি সামনে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মানব মডারেটর ছাড়াই এতে এনক্রিপ্ট করা  স্বয়ংক্রিয় সিস্টেমে একটি আনাদ প্রদান করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ।

তৃতীয় পক্ষের কিছু অ্যাপ হোয়াটসঅ্যাপে এমন পর্নো দেখার জন্য ব্যবহারকারীদের ইনভাইট করছে বলে ইসরাইলের দুটি এনজিও।
টেকক্র্যাঞ্চ অনুসন্ধান করে এমন কাজে জড়িত বেশকিছু সক্রিয় গ্রুপ দেখতে পেয়েছে। এমনকি সেসবের অনেক গ্রুপ একেবারে ওপেন বা কারো তোয়াক্কা না করেই এমন কর্মকাণ্ড পরিচালনা করছে।
ফেইসবুকও এমন গ্রুপের তথ্য খুঁজে পেয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, শুধু স্বয়ংক্রিয় পদ্ধতিতে নয়, বরং হোয়াটসঅ্যাপের এখন কিছু মডারেটর দিয়েই এসব খুঁজে বের করে বন্ধ করে দেওয়া উচিত হবে।
এমনিতেই শিশু পর্নোগ্রাফি একটি বড় সমস্যা। সেখানে এভাবে একটি মাধ্যম ব্যবহার করে সেটি ছড়ানো হলে তা আরও বেশি অবক্ষয় ডেকে আনবে।
বিজনেস স্ট্যাডার্ড অবলম্বনে