নওগাঁ-১ আসনে মোস্তাফিজুরকে ধানের শীষ প্রতীক দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯দিন আগে বিএনপির মনোনীত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ ছালেক চৌধুরীকে বাদ দিয়ে পূর্বের বিএনপির মনোনীত প্রার্থী নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনের শুনানী শেষে গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানীতে ছিলেন এড. ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ফলে আদালতের নির্দেশ মোতাবেক এখন এ আসন থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য মনোনয়ন প্রত্যাহারের একদিন আগে এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ ছালেক চৌধুরীকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স/অ