হুইস্কি ও অ্যাম্বার লেক প্রসেসর আনছে ইন্টেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন দুটি প্রসেসর সিরিজের ঘোষণা দিয়েছে ইন্টেল।

প্রসেসরগুলো অষ্টম প্রজন্মের অংশ হতে যাচ্ছে। তবে এগুলোর গতি ও প্রসেসিং ক্ষমতা হবে বর্তমান অষ্টম প্রজন্মের প্রসেসরগুলোর চেয়ে বেশি।

নতুন সিরিজ দুটির নাম দেয়া হয়েছে হুইস্কি লেক ও অ্যাম্বার লেক। শুরুতে এ সিরিজের ল্যাপটপ প্রসেসর বাজারে আনা হবে। এর মধ্যে আছে কোয়াডকোর আই৭ ৮৫৬৫ইউ, আই৫ ৮২৬৫ইউ ও ডুয়েলকোর আই৩ ৮১৪৫ইউ। সবগুলো প্রসেসরের গতি হবে ২ গিগাহার্জের বেশি। এ প্রসেসরগুলো পড়বে হুইস্কি লেইক সিরিজের মধ্যে।

এছাড়া, ব্যাটারি সাশ্রয়ী ওয়াই সিরিজের প্রসেসরও বাজারে আনা হবে। তার মধ্যে আছে আই৭ ৮৫০০ওয়াই, আই৫ ৮২০০ওয়াই ও এম৩ ৮১০০ওয়াই। পারফরমেন্সের দিক দিয়ে এগুলো একটু পিছিয়ে থাকলেও, ব্যাটারি বাঁচাতে সাহায্য করবে।

ইউবারগিজমো অবলম্বনে