হিসাব বিভাগের কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে রাসিকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব ও হিসাব বিভাগের সকল কার্যক্রম অটোমেশন করার লক্ষ্যে “ওয়ার্কসপ অন ডেমনেস্ট্রেশন অব রেভিনিউ ম্যানেজমেন্ট সফটওয়্যার এ্যান্ড ডাবল এন্ট্রি একুয়াল একাউন্টিং সিস্টেম” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আরবান পাবলিক এনভায়রমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউপিইএইচএসডিপি) এর আওতায় দিনব্যাপী সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ভিশন তা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ। দেশের অন্যতম রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো নাগরিকদের দোরগড়ায় পৌছানের রাসিকের রাজস্ব ও হিসাবের স্বচ্ছতা আনয়নের অটোমেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, রাসিকের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের গুরুত্বারোপ করেন। সিলিকন সিটি হিসেবে রাজশাহী মহানগরী পরিচিত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ঘরে বসেই হোল্ডিং করের আবেদন, ট্যাক্স নির্ধারণ, লাইসেন্সসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে কার্যক্রম নিজেই সম্পাদন করতে পারবেন। তিনি এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান এটিএন এন্ড আরকে সফটওয়্যার লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর (অপারেশন) ড. সেলমিন জাহান, বিজনেস জার্নালিস্ট রাজিব মারিক, সফটওয়্যার ডেভেলপমেন্ট সমিথ দেবনাথ, সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক) সাঈদ সোহেল পারভেজ, একাউন্টস, ডাটা এ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট আনোয়ার হোসেন, আইটি স্পেশালিস্ট মোঃ জাহিদ হোসেন, জুনিয়র আইটি এক্সপার্ট সেখ আসাদ কাদির।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান কর নির্ধারক মোঃ মুঞ্জরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা। কর্মশালায় রাজস্ব ও হিসাব বিভাগের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

স/বি