আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশু একাডেমীর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭ টায় বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মন্জুর কাদের একাডেমীর শিক্ষার্থী শিশুদের নিয়ে একাডেমী প্রাঙ্গণ থেকে নিউ গভ: ডিগ্রী কলেজ এর শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরী নিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। এ সময় বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষক ও অভিভাকগণ প্রভাত ফেরীতে উপস্থিত থাকবেন।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী কার্যালয়ে সকাল ৯ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯.১৫ মিনিটে ৪র্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রচনা লিখন প্রতিযোগিতা। সকাল ১০টায় শিশুসহ অভিভাবক ও প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের বাংলায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১ টায় কবিতা আবৃত্তি ও ভাষা/দেশাত্মবোধক গান প্রতিযোগিতা।

তৃতীয় পর্বে বিকাল ৪ টায় বিজয়ী শিশুদের মাঝে শিশু একাডেমী, রাজশাহী জেলা শাখার উদ্যোগে মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
স/শ