হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা


নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রতিনিধি সভায় করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সভাপতি অনিল কুমার ঘোষ এঁর সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন সহ ঐক্য পরিষদের সাত দফা দাবী অবিলম্বে মানতে হবে। জেলা-উপজেলায় সংখ্যালঘুদের হামলা ও আক্রমনের বিচার করতে হবে। দেবোত্তর বোর্ড গঠনের মাধ্যমে সকল দেবোত্তর সম্পত্তি সুরক্ষিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২এর মৌল সংবিধান পুন:প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর কাঙ্খিত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য চন্দন চক্রবর্তী, রঞ্জন কর্মকার, নিপেন্দ্রনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসীত ঘোষ, রাজশাহী মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার, জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন সরকার, বগুড়া জেলার সভাপতি ডা. এন সি বড়াই, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক দিলীপ রায়, নাটোর জেলার সভাপতি চিত্তরঞ্জন সরকার, নওগাঁ জেলার আহ্বায়ক পিযুষ কান্তি রায়, পাবনা জেলার সাধারণ সম্পাদক বিনয় জ্যেতি কুন্ডু, জয়পুরহাট জেলার সভাপতি শ্যামল কুমার সাহা, সিরাজগঞ্জ জেলার নরেশ চন্দ্র ভৌমিক সহ রাজশাহী মহানগরের রনজিৎ সাহা, উজ্জল ঘোষ, মৃদুল সাহা সহ বিভিন্ন উপজেলা ও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।