শিবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবপুকুর (বাগবাড়ি) নামক এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীরা হলো মাসুদ রানা (৩৮) ও সৈয়দ ইসলাম (২৪)। তারা দুজনেই ধোপপুকুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা জানতে পারে, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গী থানা কাশিয়াডাঙ্গী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের র‌্যাব সদস্যরা কাশিয়াডাঙ্গা থানার রেল ক্রসিং এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ওই একজনকে আটক করে র‌্যাব। পরে তাদের তার দেয়া তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবপুকুর (বাগবাড়ি) নামক এলাকায় অভিযান চালিয়ে অপর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছেছ তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাজা উদ্ধার হয়।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তাহার ব্যবহৃত ট্রাকটিসহ বিক্রির জন্য অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) গ্রামস্থ জনৈক আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাবের টিম আটক মাসুদ রানাকে নিয়ে ঘটনাস্থাল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) গ্রামের আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে র‌্যাব। আটকের পর তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।