হালান্ডের ১৯ মিনিটের হ্যাটট্রিক, পিছিয়ে পড়া ম্যাচে বড় জয় সিটির

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ঘরের মাঠ ইতিহাদে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ঝলক দেখালেন আরলিং হালান্ড।

চলতি মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়া ২২ বছর বয়সী এই স্ট্রাইকার করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

তার ১৯ মিনিটের হ্যাটট্রিকে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়ে ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই জন স্টোনসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল সিটি। ২১ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে অতিথিদের ২-০ ব্যবধানে এগিয়ে দেন জোয়াকিম অ্যান্ডারসন।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে এক গোল শোধ করেন বার্নাদো সিলভা। এরপরই রুদ্ররূপ দেখান হালান্ড। ৬১, ৭০ আর ৮১ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন নরওয়ের এই স্ট্রাইকার। এ নিয়ে প্রিমিয়ার লিগে প্রথম ৪ ম্যাচে ৬ গোল করলেন ২২ বছরের তরুণ।

 

সূত্রঃ জাগো নিউজ