হামলায় ৯ ইরাকি পুলিশ নিহত, দায় স্বীকার করল আইএস

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইরাকে পুলিশের গাড়িবহরে বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রবিবার কিরকুকে ওই হামলায় অন্তত ৯ জন ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকারের কথা জানিয়েছে।

কিরকুকের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাফরা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। এ সময় অন্য দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক ২০১৭ সালে ইরাকি নিরাপত্তা বাহিনী কুর্দি বাহিনীর কাছ থেকে দখলে নেয়। আইএসআইএসের আগে ২০২১ সালের জানুয়ারিতে বাগদাদের একটি বাজারে দুটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল। ওই হামলায় ৩২ জন নিহত হয়েছিল।

সূত্র: কালের কণ্ঠ