হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানে হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ড বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। গোলাগুলির পর হামলাকারীরা প্রতিবেশী দেশ পাকিস্তানে পালিয়ে যায়। সরকারি বার্তা সংস্থা ইরনা সোমবার এ তথ্য জানিয়েছে। বাহিনীটির একটি বিবৃতি উদ্ধৃত করে ইরনা বলেছে, নিহতদের মধ্যে তিনজন রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সম্পৃক্ত বাসিজ সৈন্য।

‘আক্রমণকারীরা প্রচণ্ড গোলাগুলির পর পাকিস্তানে পালিয়ে গেছে। ’ ইরনা এ ঘটনার আর কোনো বিবরণ দেয়নি। তবে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী প্রায়ই মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। জইশ আল আদল নামের একটি বেলুচি জঙ্গিগোষ্ঠী এর আগেও একই এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, গোষ্ঠীটি পাকিস্তানের নিরাপদ আশ্রয়স্থলে থেকে তাদের কর্মকাণ্ড চালায়।

দরিদ্র সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল। বেলুচি জাতিগোষ্ঠী ইরানের ধর্মগুরুদের শিয়া ইসলামের পরিবর্তে সুন্নি ইসলামকে অনুসরণ করে। তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছ থেকে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুতে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর প্রাদেশিক রাজধানী জাহেদানে সবচেয়ে মারাত্মক অস্থিরতা দেখা গেছে। ৩০ সেপ্টেম্বর এক অভিযানে সেখানকার কমপক্ষে ৬৬ জন মারা যায়।

এইচআরএএনএ বার্তা সংস্থার মতে, আমিনির মৃত্যুর কারণে দেশজুড়ে অস্থিরতায় ১৮ ডিসেম্বর পর্যন্ত ৫০২ জন বিক্ষোভকারী এবং ৬২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ