হলিউডের পেইড সিনেমা ইউটিউবে ফ্রি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্রাহকদের পেইড সিনেমা বিনামূল্যে দেখার সুবিধা এনেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব।

এতে প্রাথমিকভাবে হলিউডের ১০০ সিনেমা ফ্রি দেখা যাবে। তবে গ্রাহকদের দেখতে হবে বিজ্ঞাপন। মুভি চলাকালীন ইউটিউবের নিয়মিত বিজ্ঞাপন প্রদর্শিত হবে।

নেটফিক্স, অ‍্যামাজন প্রাইমের মতো প্লাটফর্মে বিনামূল্যে মুভি দেখা যায় না। এতে মুভি বা ভিডিও দেখতে গ্রাহকদের প্রতি মাসে অর্থ গুনতে হয়। এমন কি ইউটিউবের ‘টিভি শো এবং ফিল্ম’ ক‍্যাটাগরিতে অনেক পেইড মুভি ও ভিডিও পাওয়া যায়। গ্রাহকরা যেন বাড়তি অর্থ ছাড়া মুভি দেখতে পারে সেই লক্ষ‍্যে নতুন এই ফিচার আনা হয়েছে বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবের পণ্য ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে ফিচার আনা হয়েছে। পেইড সিনেমা ফ্রি দেখার সুবিধা দিলেও এর সঙ্গে সংশিষ্ট প্রতিষ্ঠান কোন ক্ষতির মুখে পড়বে না। কেননা সিনামায় প্রদর্শিত বিজ্ঞাপন থেকে অর্থ আয় হবে। বর্তমানে ১০০টি সিনেমা থাকলেও ধারাবাহিকভাবে সংখ‍্যা আরও বৃদ্ধি পাবে।

সুবিধাটি এখনো সব দেশে পাওয়া যাচ্ছে না। তবে দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের ব‍্যবহারকারীরা ফিচারটি পাবেন বলে জানিয়েছে ইউটিউব।