নিউজ ফিড বিভ্রাটে ফেইসবুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেইসবুকের নিউজ ফিড দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন দেশের ব্যবহারকারীরা।

রোববার সকাল থেকে ডেস্কটপে সোশ্যাল মিডিয়া সাইটটিতে ঢুকতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে। এতে লেখা রয়েছে ‘সামথিং ওয়েন্ট রং’।

এর সঙ্গে নিচে রিফ্রেশ বাটন দিয়ে পেইজটি রিফ্রেশ দিতে বলা হয়েছে। তবে এতে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তবে ১১টার পর আগের রূপে ফিরেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মোবাইল থেকে ঢুকতে গেলেও দুই-একটি পোস্টের পর নিউজ ফিডে আর কিছু লোড হচ্ছে না।

ফেইসবুকের অন্যান্য গ্রুপ, পেইজ, ইনবক্স কিংবা প্রোফাইলে এ সমস্যা দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।

facebook-techshohor
বার্তাটি অনেকেই দেখছেন। ছবি : ফেইসবুক

টেকশহর ডটকমের অনেক পাঠকই বার্তাটির স্ক্রিনশট পাঠিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন।

তবে ১১টার পর আবার নিজের রূপে ফিরে আসে ফেইসবুক।