স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের রাজা

সিল্কসিটি নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। মঙ্গলবার ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান রাজা ওয়াংচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়।

চার দিনের রাষ্ট্রীয় সফ‌রে বাংলাদেশে রয়েছেন ভুটানের রাজা। গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফরসঙ্গীদের অবতরণ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী রবেকা সুলতানা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময়ের পর রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ওয়াংচুক। এ সময় দুইদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই ও একটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়।