স্মৃতির চিহ্ন-ইখতিয়ার উদ্দীন আজাদ

ধরণী সবুজ আন্দারে ঢেকে গেলে,
নেমে আসে নিশি অপরাহ্নের ভ্রমর…
জলডুব কমল পু®প বুকে সাঁতার কাটে,
এবং পাঁপড়ি আঁকে…
আর কারুকার্য তুলির আঁচড়।
তুমি সেই স্ফুরিত…
ভ্রমরের জানার শত আল্পনার চিহ্ন।
কেমনে মুছবে তাহলে?
যে ভাঙে অন্তহীন যাতনার পেলপ পাখা,
তৃষার ধারাপাত?
কাঁচের টুকরোর মতন ,
রোজ রাতি ভাঙে পরস্পর রোদ্দুর…
লেখক- সাংবাদিক, পত্নীতলা, নওগাঁ