স্বাস্থ্য অধিদফতরের গুদামের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভেনি

সিল্কসিটিনিউজ ডেস্ক:রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গুদামের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। এখনও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছেন।

শনিবার রাত সাড়ে ১২টা দিকে আগুনের সূত্রপাত হয়। ফাযার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঢাকা জেলার উপ-সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে। ভেতরে আগুন নেই। তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে। কমপ্লিকেটেড আগুন হলো ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়, এ ক্ষেত্রেও তাই হওয়ার কথা। আমি এখানে থাকায় অফিসের কথা বলতে পারছি না। তবে আগুন অনেক বড় ছিল, সেটা নিয়ন্ত্রণে এসেছে।’

 ” class=”jw_media_holder media_image jwMediaContent aligncenter”>

রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’

সূত্র:বাংলা ট্রিবিউন