স্বাধীনতার মূলমন্ত্র 

সাহিত্য ডেস্ক:
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলছি
আমি তার দেখানো পথে চলছি।
আমার শরীরে বাংলার রক্ত আমি মুজিব সেনা
আমি অপরাধ ও অপরাধীকে দৃঢ়মনে করি ঘৃণা,
আমি বাঙ্গালী আমার শরীরে মুজিবী রক্ত বয়
আমি শপথ করছি সোনার বাংলার এক টুকরো মাটি হতে দেবো না অপচয়।
আমি আমার আমি বাংলার আমি মুজিব সেনাদের ভাই
আমি আপন শক্তিতে ছুটি চলি কোনো ভয় নাই,
আমি গর্বিত আমি বাঙ্গালী আমার ভাই অর্জন করেছে স্বাধীনতা
আমার ভাই জীবন দিয়েছে তবু মেনে নেই নি পরাধীনতা।
আমি আমার আমি বাঙ্গালীর আমি মুজিবের ভাই
আমার ভাই মায়ের সন্মানের জন্য জীবন দিয়েছে আমি গর্বিত তাই,
আমার ভাইয়ের রক্তে আজ ইতিহাসের পাতা লেখা
জীবন দিয়ে দেশকে রক্ষা করতে হয় ভাইয়ের কাছ থেকে শেখা।
কলমেঃ জে জে জাহিদ হাসান
শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী