স্পিনারদের দাপটে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচালো শ্রীলংকা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

জয় পেতে হলে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হতো। তবে শ্রীলংকার বিপক্ষে গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬১ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে লংকানরা ম্যাচ জিতে নেয় ২৪৬ রানের বড় ব্যবধানে। এ জয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে শেষ করল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা-৩৭৮ ও ৩৬০/৮ ডিক্লে.
পাকিস্তান-২৩১ ও ২৬১

লক্ষ্য ৫০৮

চতুর্থ দিন ৫০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। এক উইকেট হারিয়ে ৮৯ রানে দিন শেষ করে। কিন্তু পঞ্চম দিন দুই স্পিনার প্রবাদ জয়সুরিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে টিকতে পারলো না সফরকারীরা।

অধিনায়ক বাবর আজম ছাড়া সেভাবে আর কেউই লড়াই করতে পারেনি। বাবর ১৪৬ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৮১ রান করে জয়সুরিয়ার বলে এলবি হন। দিনের শুরুতে ৪৯ রানে মেন্ডিসের শিকার হন ইমাম-উল-হক।

টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয় ম্যাচেই চতুর্থবার পাঁচ উইকেট শিকার করলেন জয়সুরিয়া। ৪ উইকেট দখল করেন মেন্ডিস। শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচ সেরা হন। আর দুই টেস্টে ১৭ উইকেট পাওয়া জয়সুরিয়া সিরিজ সেরা

সূত্র: আমাদের সময়