আমিরাতেই হতে যাচ্ছে এশিয়া কাপ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

শ্রীলংকা থেকে সরে অফিসিয়ালি সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপ ২০২২। যদিও আয়োজক দেশ থাকছে লংকানরাই। আগামী ২৭ আগস্ট শুরু হয়ে আসরটি শেষ হবে ১১ সেপ্টেম্বর।

শ্রীলংকার বর্তমান রাজনৈতিক বাজে পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এমন খবর নিশ্চিত করেছে ক্রিকবাজ। লংকানরা সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষ পূর্ণাঙ্গ সিরিজ খেলে। বর্তমানে তারা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলছে। তবে দেশটির পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের ৬ জাতীর অংশগ্রহণে এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে হবে। গতবারও আমিরাত এশিয়া কাপ আয়োজন করেছে। ২০১৮ সালের আসরটি ছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার শিরোপা জেতে ভারত।

সূত্র: আমাদের সময়