স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার স্ত্রী শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

এসময় অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ জুন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা দক্ষিনপাড়া গ্রামের আকসেদ আলীর মেয়ে শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে নিহতের স্বামী তুষার ইমরান তুফান।

এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামীসহ ৪ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বিচারক মামলার শুনানী শেষে আজ রোববার নিহতের স্বামী তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এসময় অপর অভিযুক্তদের বেকসুর খালাস প্রদান করেন। ঘটনার পর থেকে আসামী তুষার ইমরান তুফান নাটোর কারাগারে রয়েছে।

 

স/আ