স্ত্রীর সঙ্গে ওয়াদা ভঙ্গ করলে কি গুনাহ হয়?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রশ্ন : স্বামী তার স্ত্রীর সঙ্গে ওয়াদা করে যায় যে সাত মাস পর চলে আসব। পরে যদি ওয়াদামতো আসতে না পারে তাহলে পরকালে স্বামীর জবাবদিহি করতে হবে কি না?

—মোহাম্মদ আবুবকর সিদ্দিক, মিরপুর-১১, ঢাকা

উত্তর : স্বামী যদি স্ত্রীকে ওয়াদা করার সময় তা পুরা করার নিয়ত করে এবং দৃঢ়প্রতিজ্ঞা থাকা সত্ত্বেও কোনো ওজরবশত (যৌক্তিক কারণে) পুরা করতে না পারে, তাহলে গুনাহ হবে না। তবে বিনা ওজরে (যৌক্তিক কারণে) পূরণ না করলে গুনাহ হবে। (জামিউল ফাতাওয়া : ১/৬৬৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৩৭৫)