সৌরজগতে থাকবে এক ট্রিলিয়ন মানুষ!

সিল্কসিটিনউজ ডেস্ক: 

সায়েন্স ফিকশান মুভির মতো সৌরজগত জুড়ে পৃথিবীর মতোই নিত্য বসবাস করছে মানুষ, সেদিন হয়তো বেশি দূর নয়।

স্বপ্নটা দেখছেন অ্যামজনের প্রধান নির্বাহী ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু  অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যা বাস্তব করতে কাজও শুরু করে দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোতে এক সম্মেলনে বেজোস বলেন, আশা করছি একদিন সৌরজগতে এক ট্রিলিয়ন মানুষ থাকবে। ব্লু  অরিজিন এই নিয়ে কাজ করছে।

‘যদিও এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান। যা বাস্তবায়ন পর্যন্ত হয়ত আমি বেঁচে থাকব না। তবে পৃথিবী সীমাবদ্ধ- এই সত্যের বিপরীতে কাজ করছি’-বলছিলেন বেজোস।

ব্লু  অরিজিনের লক্ষ্য হচ্ছে মহাকাশে প্রবেশের খরচ কমানো। আর এটি করতে তার প্রতিষ্ঠানে আসছে বছর ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ করা হবে।