সোনামসজিদ বন্দরে শুক্রবার প্রবেশ করছে ১৫০ পেঁয়াজবাহী ট্রাক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় মহদিপুর স্থলবন্দরে আটকে পড়া প্রায় ১৫০টি পেঁয়াজ ভর্তি ট্রাক শুক্রবার সকালে সোনামসজিদ স্থলবন্দরে বিশেষ ব্যবস্থায় প্রবেশ করবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহদিপুর স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারী শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনা জারির প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে মহদিপুর স্থলবন্দরে প্রায় ১৫০টি পেঁয়াজ ভর্তি ট্রাক আটকা পড়ে। মহদিপুরের স্থানীয় রপ্তানিকারকরা এসব পেঁয়াজ রপ্তানি অনুমতি চেয়ে আবেদন করলে তা অনুমোদন দেয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার উভয় বন্দরে সাধারণ ছুটি থাকলেও শুধুমাত্র পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে বলে ভূপতি মণ্ডল জানান।

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরে দায়িতরত্ব কাস্টমস পরিদর্শক বুলবুল জানান, শুক্রবার মহদিপুর স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করবে।