সোনামসজিদ দিয়ে দেশে ঢুকছে পেঁয়াজের ট্রাক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:


অবশেষে পাঁচদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে শুরু করেছে ভারতের পেঁয়াজবাহী ট্রাক। আজ শনিবার সকাল ১১টার দিকে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজবাহী প্রথম ট্রাক প্রবেশ করেন বলে জানান ম্যানেজার মাইনুল ইসলাম।

আরও অনেক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার পেঁয়াজগুলো ছেড়ে দেওয়ার যে অনুমতি দিয়েছিল ভারতীয় কাস্টমস সকাল থেকে সেই অনুমতিপত্র পাওয়ার অপেক্ষায় ছিল। অনুমতিপত্র পাওয়ার পরে এখন পেঁয়াজবাহী ট্রাকগুলোকে একে একে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

ভারতে অপেক্ষমান ট্রাক চালক এবং তাদের সহযোগীরা জানিয়েছেন, বন্দরের ওইপাশে তিনশ থেকে চারশ ট্রাক পেঁয়াজ নিয়ে অপেক্ষা করছে। সেই ট্রাকগুলো পাঁচদিন পর আজকে দেশে ঢোকা শুরু করল।