সোনামসজিদে শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সেনাউল ইসলাম মেম্বারের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগের ব্যানারে শনিবার বিকেলে শ্রমিক সমন্বয় কমিটির কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আয়েশ মেম্বার, শ্রমিকের বন্দর সম্পাদক জাকির আলী, মঈনুদ্দিন ইসলাম মুদ্দিন, শ্রমিক সমন্বয় কমিটির সদস্য সাদিকুল ইসলাম মুন্টু ডাক্তার, খলিলুর রহমান, আইনুল ইসলাম, সিনিয়র সদস্য সোহবুল ইসলাম ও খাদেমুল ইসলামসহ অন্যরা।

বক্তারা- অবিলম্বে সেনাউল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি জানান।

প্রসঙ্গত, শুক্রবার সেনাউল ইসলাম মেম্বারের বসতবাড়ি হতে অস্ত্র ও গুলিসহ সেনাউল ইসলামকে আটক করে র‌্যাব। ওই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

স/অ