সোনামসজিদে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ রাশেদ আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ২৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার হটকার। বৈঠকে উভয় দেশের ১০ জন করে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজিবি অধিনায়ক মোঃ রাশেদ আলী জানান, সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল নিয়েও আলোচনা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, বৈঠকে সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয় এবং সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যা দ্রুত সমাধানের আশা ব্যক্ত করেন।
স/শ