সোনামসজিদে আড়াই কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ মহাসড়কের পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সোনামসজিদ জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার আরসিসি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী প্রকৌশলী জানান, প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে এই আরসিসি রোডের কাজ শুরু হয়েছে। রাস্তায় সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলের কারণে এই রাস্তার আড়াই কিলোমিটার দেবে খানাখন্দের সৃষ্টি হয়। সড়কের দূর অবস্থার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় রাস্তাটি আরসিসি ঢালায় দিয়ে নির্মাণ কাজের জন্য অর্থ বরাদ্দ দেয়।

রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে স্থলবন্দর থেকে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে না। তবে রাস্তার ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি চলাচল করলে রাস্তা নষ্ট হওয়া আশংকা রয়েছে।

সড়ক জনপথ বিভাগ ইতো মধ্যেই অতিরিক্ত পণ্য বোঝাই নিয়ন্ত্রণ করার জন্য একটি ওয়েব্রিজ রাস্তায় স্থাপন করেছেন। যার তদারকিতে রয়েছেন স্থানীয় বিজিবি।