সেমিফাইনালে ক্যাচ ফেলার পর দু’রাত ঘুমাতে পারিনি : হাসান আলী

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে সব ম্যাচে জিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কিন্তু অজিদের কাছে হেরে বিদায় নেয় বাবর আজমরা। সেমিতে সেই ম্যাচে ম্যাথু ওয়েডের সহজ ক্যাচ ফেলেছিলেন পাকিস্তানের হাসান আলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ ‍খুলেছেন হাসান।

সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত ওটাই সব থেকে কঠিন মুহূর্ত। এ ধরনের ঘটনা সহজে ভোলা সম্ভব নয়। পেশাদার হিসেবে এগিয়ে যাওয়াটাই নিয়ম। সত্যি বলতে, এখনও একটা কথা কাউকে বলিনি। ওই ঘটনার পরে আমি দু’রাত ঘুমাতে পারিনি। আমার স্ত্রী সেটা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল। ’

পাকিস্তানি পেসার আরো বলেন, ‘ক্যাচ ফেলার ঘটনা বারবার আমার মাথায় ভেসে আসছিল। চুপচাপ এক জায়গায় বসেছিলাম। কিন্তু বাংলাদেশ সফরে যাওয়ার সময় নিজেকেই বলেছিলাম, এই ঘটনা ভুলে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে তিন দিনে আমি ৫০০টি ক্যাচ নিয়েছিলাম। নো বল নিয়েও অনেক পরিশ্রম করেছি। যেভাবেই হোক না কেন, দলকে জেতানোই আমার কাজ। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ